News Head

» কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মুমিনের গণসংযোগ

প্রকাশিত: 23. July. 2018 | Monday

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগ করেছেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মুমি।ন ২৩ জুলাই রোববার বিকেল ৩টায় ছালিবন্দও ও কাস্টঘর এলাকায় স্থানীয় মুরব্বী, যুবসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এ গণসংযোগ করেন। তিনি যুব সমাজের উদ্দেশ্যে আগামী দিনে যুব সমাজকে নিয়ে একটি সুন্দর সমাজ ও মাদকমুক্ত ওয়ার্ড গঠনে কাজ করতে চান। আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে টিফিন মার্কায় ভোট প্রার্থনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮০০ বার

[hupso]

প্রধান সম্পাদক : এম মোখলেসুর রহমান চৌধুরী
ঠিকানাঃ ............।
০৭৪৩৮৮৪৪৯৮৫, info.bangladeshworldwide@gmail.com