News Head

» ১৪নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মুনিমের ছড়ারপার এলাকায় গণসংযোগ

প্রকাশিত: 25. July. 2018 | Wednesday

সিসিক নির্বাচনে ১৪নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মুনিম ছড়ার পার এলাকায় গণসংযোগক করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ছড়ারপার এলাকায় এ গণসংযোগ অনুষ্টিত হয়। গণসংযোগ কালে তিনি বলেন, এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও এলাকার একজন সেবক হিসেবে আগামী ৩০ তারিখ ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন। এ সময় উপস্থিত ছিলেন- হাজী মো. আনা মিয়া, হাজী নাজির হোসেন, হাজী আব্দুর রহমান, মো. ফরিদ মিয়া, মো. বাছন মিয়া, মো. ফয়ছল আহমদ, কামরুল ইসলাম, লায়েক আহমদ, কামাল আহমদ, কামাল মিয়া, মো. কাইয়ুম, মো. মাসুম, মো. গোলাম হোসেন, মো. সাজু, আতিকুর রহমান রনি, মাসুম খান জনি, রাজন আহমদ, মামুন আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২৬ বার

[hupso]

প্রধান সম্পাদক : এম মোখলেসুর রহমান চৌধুরী
ঠিকানাঃ ............।
০৭৪৩৮৮৪৪৯৮৫, info.bangladeshworldwide@gmail.com