News Head

» ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুফতি কমর উদ্দিন কামু’র গণসংযোগ

প্রকাশিত: 27. July. 2018 | Friday

 

সিলেটের নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুফতি কমর উদ্দিন কামুর কাটা চামচ মার্কা প্রতীকের সমর্থনে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গন এলাকা ও রাজারগলি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে গণসংযোগ ও প্রচারণা করেছেন। ২৭জুলাই শুক্রবার বাদ জুমআ তিনি ওয়ার্ডের উন্নয়নে ৩০ তারিখে কাটা চামচ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ,সমাজসেবী মুফতি নেহাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আফজল মিয়া, আলা উদ্দিন,আব্দুস শুকুর, ফয়সল আহমদ, মাহমুদ, রেজাউল ঘশ রুস্তম প্রমুখ । বিজ্ঞপ্তি

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫৪ বার

[hupso]

প্রধান সম্পাদক : এম মোখলেসুর রহমান চৌধুরী
ঠিকানাঃ ............।
০৭৪৩৮৮৪৪৯৮৫, info.bangladeshworldwide@gmail.com